আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১:২৪

টাঙ্গাইল পাক হানাদারমুক্ত দিবস উদযাপন

 

দৃষ্টি নিউজ:


যথাযোগ্য মর্যাদা ও বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল পাক হানাদারমুক্ত দিবস উদযাপন হয়েছে। সোমবার(১১ ডিসেম্বর) দুপুর ১২টায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মহিলা এমপি মনোয়ার বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতিক, জহুরুল হক ডিপটি, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ বীরবিক্রম, সবুর খান বীর বিক্রমসহ মুক্তিযোদ্ধারা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
র‌্যালিটি পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, দিবসটি উদযাপনের আয়োজক টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান রহমান মিরন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno