আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:২২

তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক

 

দৃষ্টি ডেস্ক:

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘের কার্যালয়।

বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ শোক জানানো হয়। একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।


গত ৩ অক্টোবর রাতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে মো. জসিম উদ্দিন (৩১), মো. জাহাঙ্গীর আলম (২৬) ও শরিফ হোসেন (২৬) নামে তিন সৈনিক নিহত হন। এছাড়া আহত হন টহল কমান্ডার মেজর আশরাফুল হক।


জাতিসংঘ কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এই শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে ঝুঁকি নিতেও পিছপা হননি। শান্তি প্রতিষ্ঠার জন্য যে নারী ও পুরুষরা তাদের জীবনবাজি রেখেছেন, আমরা আজ এবং সবসময় তাদের পাশে থাকবো। আমরা তাদের এই আত্মত্যাগকে সম্মান করে যাবো।


বিবৃতিতে আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতা কামনা করে জাতিসংঘ কার্যালয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno