আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:০২

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল লতিফ(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৫ নভেম্বর) বিকালে সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালা আম বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চৌবিলা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি নাহার ফার্মাসিউটিক্যালস নামে এক ওষুধ কোম্পানির জেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমীর হোসেন জানান, আবদুল লতিফ মোটরসাইকেল যোগে সখীপুরের বাসা থেকে উপজেলার তক্তারচালা বাজারে যাওয়ার উদ্দেশে রওনা দেন। সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালা আমবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তিনি ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno