আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১০:৫১

মির্জাপুর মহিলা কলেজের ছাত্রীরা শহীদ মিনার চায়

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ২৬ বছর পার হলেও শহীদ মিনার গড়ে ওঠেনি। ফলে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছে।


জানা যায, ১৯৯৭ সালে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে কলেজটি প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে কলেজে একটি চারতলা ভবনসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। কিন্তু প্রতিষ্ঠার ২৬ বছরেও শহীদ মিনার নির্মাণ করা হয়নি।


কলেজের ছাত্রী নাইমা, সানজিদা, পারুল, ঐশি সহ অনেকেই জানান, শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদসহ অন্যদের শ্রদ্ধা জানাতে পারছেন না। এটা তাদের জন্য এক ধরণের লজ্জার বিষয়।


কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে এতদিন শহীদ মিনার নির্মাণ সম্ভব হয়নি। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ মাস দেড়েক আগে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন। সেই টাকা দিয়ে বর্তমানে মাঠ ভরাটের কাজ চলছে। এরপর শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করা হবে।


কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাকির হোসেন জানান, শহীদ মিনার নির্মাণের দাবি কলেজের ছাত্রী সহ এলাকার মানুষেরও। শহীদ মিনার নির্মাণের জন্য কলেজের অধ্যক্ষকে বার বার তাগিদ দেওয়া হয়েছে। আগামি কয়েকদিন পর কলেজ পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


এ বিষয়ে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, শহীদ মিনার নির্মাণ হচ্ছে চেতনার ব্যাপার। মহিলা কলেজে আর্থিক সংকট নাকি চেতনার সংকট সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno