আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১২:৫৫

র‌্যাবের পৃথক অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী টাইগার ফিরোজ সহ গ্রেপ্তার ৬

 

‌দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, ইয়াবা ও হেরোইন উদ্ধার ও টাঙ্গাইলের শীর্ষ মাদক ব্যবসায়ী টাইগার ফিরোজ সহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার(৩০ জুলাই) সকালে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত কদম আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া ওরফে টাইগার ফিরোজ(৩০),

একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে রেজাউল ইসলাম(৫১); নাগরপুর উপজেলার মাইলজানী গ্রামের সৈয়দ ইলিয়াস হোসেনের ছেলে সৈয়দ মিরাজ হোসেন শুভ(৩২), মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পংমটং গ্রামের আ. রশিদ মিয়ার ছেলে মো.

শাহজাহান মিয়া(৪৪); একই উপজেলার ফতেহপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আবির হোসেন(২২) ও কালামজানী গ্রামের মো. ময়নাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন।

র‌্যাব কমান্ডার জানান, বৃহস্পতিবার(২৯ জুলাই) দিনগত রাত সোয়া ১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া, দেলদুয়ার উপজেলার লাউহাটি ও

টাঙ্গাইল শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া ওরফে টাইগার ফিরোজ।

নাগরপুর উপজেলা সদরের মাইলজানীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, ইয়াবা ও হেরোইন সহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নকল ব্যান্ডরোল লাগানো ১৩ হাজার ৬৮০ প্যাকেট নিউ ডালিম বিড়ি, ৪২৫পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোনাইন এবং নগদ মোট ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno