আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:০৩

অটোচালক নাছিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের ব্যাটারী চালিত অটোরিকশা চালক নাছিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের করাতিপাড়া বাইপাসে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসাইলের করাতিপাড়া গ্রামের মাতব্বর নিজামুল ইসলাম রোপন, হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. দুলাল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. রুবেল মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, মো. শাহীন মিয়া প্রমুখ।

মানববন্ধনে নিহত নাছিরে স্ত্রী, তিন মাসের শিশুপুত্র ও দুই মেয়েসহ নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা নাছির হত্যাকা-ের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক পিটুনির শিকার অটোরিকশা চালক নাছির মিয়া(৩৫) সোমবার (১৪ মার্চ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নাছির ওই গ্রামের নওজেশ আলীর ছেলে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno