আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১০:৪৭

অপসোনিল ও অ্যামারিন ওষুধ সহ চার ব্যক্তি গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা এলাকায় বৃহস্পতিবার(৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে ঠান্ডা ও অ্যালার্জি জনিত রোগের ওষুধ অপসোনিল ও অ্যামারিন নেশা জাতীয় দ্রব্য হিসেবে বিক্রি করার অভিযোগে চার ব্যক্তিকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে দুই গ্রাম হোরোইনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মধুপুর উপজেলার পুন্ডুরা এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে সোহেল মিয়া(৩৬), মধুপুরের রায়পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ফজলুল

হক(৫২), একই উপজেলার মৃত কুঞ্জবিহারী সাহার ছেলে অনিল চন্দ্র সাহা(৫৬) এবং ঘাটাইল উপজেলার গার্লস স্কুল মোড় এলাকার মৃত কাজী মেজবাহ উদ্দিনের ছেলে কাজী তানভীর হাসান ওরফে অপু(৪০)।

অপসোনিল ও অ্যামারিন ওষুধ মাদক দ্রব্য হিসেবে অধিক মূল্যে বিক্রি করায় তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অপসোনিল ও অ্যামারিন ওষুধ মাদক দ্রব্য হিসেবে

অধিকমূল্যে বিক্রি এবং হেরোইন সংগ্রহ করে মধুপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno