আজ- ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৪১

অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবক গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এলেংজানী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় রকিবুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

১৬ জুলাই শুক্রবার(১৬ জুলাই) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রকিবুল ইসলামকে(২৮) গ্রেপ্তার করা হয়। তিনি কালিহাতী উপজেলার দশকিয়া গ্রামের মুছা প্রামাণিকের ছেলে।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার, পাইপসহ অনান্য মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা সহ পেনাল কোড এর ৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno