আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৪:২৮

আশ্রয়ণ প্রকল্পের বেকারদের মাঝে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর ও চিলাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বেকারদের স্বাবলম্বী করতে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার(৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ওই ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন।


সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী জানান, প্রধানমন্ত্রী সমাজের অসহায় মানুষদের জায়গা সহ ঘর দিয়েছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তারা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত কর্মহীনদের স্বাবলম্বী করতে বিনামূল্যে পুরুষদের ভ্যানগাড়ি ও নারীদেরকে সেলাই মেশিন দিচ্ছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno