আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৪০

ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত থাকবে :: ডিআইজি

 

দৃষ্টি নিউজ:

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক যানজট থাকবে বলে মন্তব্য করেছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ যেভাবে তৎপর রয়েছে আশা করছি মহাসড়কে কোন প্রকার সমস্যা হবে না। মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন। বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচ টার দিকে বঙ্গবন্ধু সেতু-য়াকা মহাসড়ক পরিদর্শন শেষে টাঙ্গাইলের এলেঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এসময় তার সাথে অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) শরফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।


ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম আরও বলেন, মহাসড়ক দিয়ে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য পুলিশ সব সময় মহাসড়কে থাকবে।

এই সময়ে মহাসড়কে ডাকাতি, সড়ক দুর্ঘটনা ও যানজট যাতে না হয় সেজন্য ঢাকা রেঞ্জ পুলিশ সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। পরে তিনি মহাসড়ক পরিদর্শনে সিরাজগঞ্জের উদ্দেশে রওয়ানা হন।


এদিকে, বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট দেখা যায়নি। মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno