আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১১:২৪

ঈদযাত্রা :: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক ফাঁকা

 

দৃষ্টি নিউজ:

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক ফাঁকা- সাঁ সাঁ করে দ্রুতবেগে গাড়ি চলছে। ঈদের আগের দিন বুধবার(২৮ জুন) দুপুরের পর থেকে এ মহাসড়কের যানবাহনের চাপ কমতে থাকে। বিকালে মহাসড়কের রাবনা, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লা সহ বিভিন্ন এলাকায় ঘুরে কোন যানজট চোখে পড়েনি।


এর আগে ভোরে সেতুর ওপর দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোয় মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত যানজট হয়। বেলা বাড়ার সাথে সাথে জট কমতে থাকে।


টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ভোরে সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়। দুপুরের পর থেকে চাপ কমতে থাকে। বর্তমানে মহাসড়কে যানবাহন নাই বললেই চলে।


এদিকে, বঙ্গবন্ধু সেতু দিয়ে অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৬-১৭ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno