আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:২০

এক টন ওজনের খোকাবাবু’র দাম ১২ লাখ টাকা!

 

নাগরপুর সংবাদদাতা:

নাদুস-নুদুস পায়ে নির্দিষ্ট গন্ডিতে ধীরলয়ে হাটছে ‘খোকাবাবু’, বয়সের তুলনায় যেন একটু ভারিই; ওজনও কম নয় প্রায় ২৭মণ বা এক টন। সাদা-কালোর মিশেলে শরীরের রঙটাও মানান সই। অবয়বে যেন আভিজাত্যের ছাপ, অনেকটা কেতাদুরস্ত।

আর ক’দিন পরই ঈদুল আযহা, কোরবানির ঈদ। কোরবানির ঈদকে কেন্দ্র করেই ‘খোকাবাবু’কে লালন-পালন করেছেন ওর মালিক। ঈদে ও কোরবানি হবে- এমনটা প্রত্যাশা ওর মালিকের। ‘খোকাবাবু’ একটি ফিজিয়াম জাতের গরুর নাম, স্বভাবে অনেকটা শান্ত প্রকৃতির ষাড়।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়ি গ্রামের খামারী আবুল কাশেম ষাড়টির মালিক। তিনি আদর করে নাম দিয়েছেন ‘খোকাবাবু’। এবারের ঈদে নাগরপুরের কোরবানির হাট কাঁপাবে ‘খোকাবাবু’- এমন মন্তব্য দর্শনার্থীদের। দূর-দূরান্ত থেকে প্রতিদিনই ‘খোকাবাবু’কে দেখতে ভীর করছেন উৎসুকরা।

‘খোকাবাবু’র মালিক আবুল কাশেম জানান, খোকাবাবু খুবই শান্ত, রোগমুক্ত এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত। বাজারের গরুর ফিড খাবার খাওয়ানোর সাধ্য তার নেই। তাই নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. রফিকুল ইসলামের সাথে তিনি যোগাযোগ করেন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর ওজন এবং প্রয়োজনের ভিত্তিতে প্রাকৃতিক (ব্যালেন্সড) সুষম খাবার খাওয়াতে থাকেন।

খোকাবাবু’র খাদ্য তালিকায় রয়েছে- বিভিন্ন ধরণের সবুজ ঘাস, গাছের পাতা, খর, ভূষি, ভুট্টা ভাঙা, সরিষার খৈল, নালি, চালের কুড়া, লবন, পরিমাণ মত পানি।

তিনি জানান, নিয়মিত গোসল করানো, পরিস্কার ঘরে রাখা, খোকাবাবুর ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হাটানো, রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া ও কৃমির ওষুধ খাওয়ানো- এ সকল বিষয়ে প্রাণিসম্পদ অফিসের ডাক্তারের পরামর্শেই খোকাবাবু’র ওজন এক টনে গিয়ে দাঁড়িয়েছে।

খোকাবাবুকে মোটাতাজা করতে কোন প্রকার ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। তুলনামূলকভাবে কম অর্থ ও ঝুঁকিতে তিনি খোকাবাবুকে বড় করে তুলেছেন। ফলে খোকাবাবুর শরীর নিরাপদ মাংসের উৎস।

আবুল কাশেম আরো জানান, তিনি খোকাবাবুর দাম হাঁকছেন ১২ লাখ টাকা। তবে বাজারে ক্রেতা ও গরুর সরবরাহের উপর নির্ভর করে তিনি বিক্রি করবেন। তিনি পরিশ্রমের সঠিক মূল্য পেলে ভবিষ্যতে আরো ভালো মানের গরু উৎপাদনের চেষ্টা করবেন।

নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আশিক সালেহীন বলেন, গরুটি সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। গরুটির জাত ফিজিয়াম। এ জাতের গরু দেশের অনেক খামারিই পালন করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno