আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:০৮

এলেংজানী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেংজানী নদীতে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার(১১ জুলাই) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলা ড্রেজার বসানোর কারণে ক্ষতিগ্রস্ত বলাই চন্দ্র মালো, আব্দুল কাদের, মহর আলী, মোকাদ্দেছ আলী, মাসুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ৫-৬ ব্যক্তি এলেংজানী নদীতে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

ফলে স্থানীয় এতিমখানা, মহা-শ্মশানঘাটসহ মানুষের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। আসন্ন বর্ষায় এসব স্থাপনা ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কেউ প্রতিবাদ করলে মারপিট ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেয় বালু ব্যবসায়ীরা। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, বিষয়টি তার জানা ছিল না। খোঁজখবর নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno