আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:০৪

এলেংজানী নদীর ১২ ড্রেজার ধ্বংস

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের এলেংজানী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি বাংলা ড্রেজার জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার(২৯ ডিসেম্বর) এলেংজানী নদীর কালিহাতী উপজেলার বাঁশী গ্রামের অংশে অভিযান চালিয়ে ১২টি বাংলা ড্রেজারে আগুন ধরিয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, এলেংজানী নদীর বাঁশী গ্রামের অংশে কতিপয় প্রভাবশালী বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ নদীতে থাকা ১২টি বাংলা ড্রেজার আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno