আজ- ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:৪৪

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 

দৃষ্টি নিউজ:

এবার টাঙ্গাইল জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় রোববার(৩০ এপ্রিল) ৮২টি কেন্দ্রে ৫৩ হাজার ২২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।


জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলায় এ বছর এসএসসিতে ৪২ হাজার ৫৬৯ জন, দাখিল পরীক্ষায় ৬ হাজার ২৬৫ জন, এসএসসি ভোকেশোনাল ৪ হাজার ৩৬৪ জন ও দাখিল ভোকেশোনাল পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী রয়েছে। এসব পরীক্ষার্থীরা এসএসসির ৪০টি, দাখিলের ১৫, এসএসসি ভোকেশোনালের ২৫ ও দাখিল ভোকেশনালের ২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

রোববার সকাল ১১টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) পরীক্ষায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno