আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ২:০০

কালিহাতীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার-ব্যানার অপসারণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে ঈগল প্রতীতের স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ও ব্যানারে শাজাহান সিরাজের ছবি ব্যবহার করায় তার নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। স্বতন্ত্র প্রার্থী শুক্লা সিরাজ মহান স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মেয়ে।


শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইটমোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেকের নেতৃত্বে পোস্টার ও ব্যানার অপসারণে অভিযান চালানো হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন। অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনী পোস্টার ও ব্যানারে তার ও দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী সব আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সব সময় সচেষ্ট আছে এবং থাকবে।


উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে গত ১৭ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার পক্ষে রঙিন পোস্টার সাটানো হয়। পরে বিষয়টি রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণের পর রঙিন পোস্টার-ব্যানার অপসারণে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno