আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১১:২১

কালিহাতীতে ধান-চল মজুদ রাখায় দুই রাইস মিলকে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিলের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইনের নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনএম রফিকু আলম উপস্থিত ছিলেন।


অভিযানে কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিস আলীকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল অ্যান্ড রাইস মিলের মালিক লংকেশ্বরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে।

এসময় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে ধান-চাল মজুদের অপরাধে দুইটি মিলের মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno