আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:৪১

ঘাটাইলে চার চাতাল মালিকের চার লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে চার চাতাল মিলে চালের দাম বাড়িয়ে বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে চার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার(১ এপ্রিল) বিকালে র‌্যাবের অভিযানের পর ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার রায় ওই জরিমানা করেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২) এর ৩ নম্বর কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম তালাত জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লক ডাউনের দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে ঘাটাইল উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশাসন এলাকার চারটি চাতাল মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার রায় জানান, চালের দাম বাড়ানোর কারণে সৌরফ অটো রাইস মিল, শুভেচ্ছা অ্যাগ্রো রাইস মিল, পপুলার ও মেসার্স বাংলা অ্যাগ্রো অটো রাইস মিলের প্রত্যেকটিকে এক লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno