আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:১৭

ঘাটাইলে ধান শুকানো নিয়ে সংঘর্ষে যুবক নিহত

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছেন।

শুক্রবার(২৯ মে) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।

আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার(২৮ মে) আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার বাকবিতন্ডা ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে লাঠি নিয়ে মারামারির ঘটনা ঘটে।

এ সময় ভাতিজা সোহাগের মাথায় লাঠির আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাশের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno