আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:২৩

ঘাটাইলে বোরো ধান ও চাল কেনা শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

শনিবার(৮ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্ত সাইফুল

আবেদীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকির হোসেন খান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী(দুলাল), কৃষক প্রতিনিধি আব্দুল বাসেত প্রমুখ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, এবারের বোরো মওসুমে অ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত ও সরাসরি কৃষকের কাছ থেকে

সরকারি নিয়ম মেনে প্রতি মণ ১০৮০ টাকা দরে ২৯২৬ মেট্রিক টন ও ৪০ টাকা কেজিতে ৬৭৭১ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

সংগ্রহ কার্যক্রম ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno