আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:৪২

চা শ্রমিকদের আন্দোলনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংহতি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চা শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মঙ্গলবার(২৩ আগস্ট) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবি মেনে নেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।


মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন- চা শ্রমিকদের সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দিপেন কর্মী, অঞ্জন ভুমিজ প্রমুখ।


উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চা শ্রমিকদের সন্তানরা ওই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno