আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:০৭

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সেমিনারে বিষয়বস্তু উপস্থাপন করেন।


টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইলের জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন প্রমুখ।


সেমিনারে শহরের ছয়আনি বাজার বণিক সমিতি, পার্ক বাজার বণিক সমিতি, ক্লিনিক মালিক সমিতির নেতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


সেমিনারে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং এবং দন্ড বিষয়ক আইনের ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno