আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:০১

জেলা পুলিশের চেকপোষ্ট পরিদর্শনে পুলিশ সুপার

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল সদর থানা এলাকার বিভিন্ন পয়েণ্টে পুলিশের চেকপোষ্ট পরিদর্শন করেছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

শুক্রবার(৩ এপ্রিল) জেলা শহরে মানুষকে সচেতন করতে বিভিন্ন পয়েণ্টে জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনকালে তিনি চেকপোষ্টগুলোও পুরদর্শন করেন।

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. সালাউদ্দিন, সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) সাংবাদিকদের বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে গুরত্বপূর্ণ পয়েণ্টগুলোতে চেকপোষ্ট বসিয়ে জেলাবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় করোনা ভাইরাস প্রতিরোধের উপায় ও করণীয় নিয়ে জনগনকে সচেতনতামূলক পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno