আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১২:২৭

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন

 

দৃষ্টি নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলের আটটি আসনে এ পর্যন্ত ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কেউ কেউ ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল পর্যন্ত টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম), জাসদ, বাংলাদেশ বিকল্পধারা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি এবং বাংলাদেশ সাম্যবাদী দল মনোনীত প্রার্থী এবং সতন্ত্র প্রার্থীরা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সাথে কেউ কেউ মনোনয়নপত্র জমাও দিয়েছেন।


এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ডক্টর আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোট মনির(আওয়ামীলীগ), খন্দকার মশিউজ্জামান(সতন্ত্র), ইউনুছ ইসলাম তালুকদার(সতন্ত্র), মো. মাসুদুল হক মাসুদ(সতন্ত্র) এবং এনামুল হক মনজু (জাকের পার্টি)।


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ডা. কামরুল হাসান খান(আওয়ামী লীগ), মো. জাকির হোসেন (বিএনএম), আমানুর রহমান খান রানা (সতন্ত্র), ফরিদা রহমান খান(সতন্ত্র), মো. সাখাওয়াত খান সৈকত(বাংলাদেশ সাম্যবাদী দল)।


টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মো. মোজহারুল ইসলাম তালুকদার (আওয়ামী লীগ), আবদুল লতিফ সিদ্দিকী (সতন্ত্র), মুরাদ সিদ্দিকী(সতন্ত্র), ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (জাতীয় পার্টি), সারওয়াত সিরাজ(সতন্ত্র), মোন্তাজ আলী (জাকের পার্টি)।


টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. মামুন-অর-রশীদ (আওয়ামী লীগ), মুরাদ সিদ্দিকী (সতন্ত্র), খন্দকার আহসান হাবিব(সতন্ত্র), মো. মোজাম্মেল হক (জাতীয় পার্টি), মো. তৌহিদুর রহমান চাকলাদার(বিএনএম), মেহেরনিগার হোসেন (সতন্ত্র), ছানোয়ার হোসেন(সতন্ত্র)।


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল ইসলাম টিটু(আওয়ামী লীগ), মুহাম্মদ আশরাফুল ইসলাম(সতন্ত্র), মো. তোফায়ের আহমেদ(সতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ(সতন্ত্র), খন্দকার ওয়াহিদ মুরাদ(সতন্ত্র), মো. আব্দুল হাফেজ বিলাস(সতন্ত্র), মো. জাকিরুল ইসলাম(সতন্ত্র), তারেক শামস খান(সতন্ত্র)।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খান আহমেদ শুভ (আওয়ামী লীগ), মো. মোশারফ হোসেন(সতন্ত্র), গোলাম নওজব চৌধুরী (বাংলাদেশের ওয়ার্কাস পার্টি), রূপা রায় চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস), রাফিউর রহমান খান ইউসুফজাই (সতন্ত্র), মীর এনায়েত হোসেন মন্টু(সতন্ত্র), মো. জহিরুল ইসলাম জহির(জাতীয় পার্টি), মো. মঞ্জুর রহমান মজনু (জাসদ)।


টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ), মো. আবুল হাসেম (বাংলাদেশ বিকল্পধারা), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ)।


জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ূর রহমান জানান, আগামি ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে। এ সময় পর্যন্ত যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ বিষয়ে এ মুহূর্তে আর বেশি কিছু বলা যাচ্ছেনা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno