আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:৪০

টাঙ্গাইলের এক গ্রামে মাত্র একজন ভোটার!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ভোটার রয়েছে মাত্র একজন। এছাড়াও ওই ইউনিয়নের কচুয়া গ্রামে ভোটার সংখ্যা মাত্র ১২ জন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সূত্রে এ তথ্য জানাগেছে।


জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন এক হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে এক হাজার ৪৯১ জন ও মাধবপুর গ্রামে মাত্র একজন ভোটার রয়েছেন।

এছাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৫৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে চরহুগড়া গ্রামে দুই হাজার ৫৫০ জন এবং কচুয়া গ্রামে মাত্র ১২ জন ভোটার রয়েছেন।


জানা যায়, যমুনার ভাঙনে মাধবপুর ও কচুয়া গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। এ দুটি গ্রামের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোটার তালিকায় তাদের নামও নেই। কচুয়া গ্রামের একমাত্র ভোটার আবদুর রহমান(৩০)। তিনি ওই গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।


হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল জানান, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে প্রায় ৮০০ ভোটার ছিল।

যমুনার করাল গ্রাসে গ্রামটি নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় ওই গ্রামে মাত্র একজন ভোটার রয়েছেন। একই কারণে কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno