আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১১:১৭

টাঙ্গাইলে অভিবাসন মেলা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


‘বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ, দেশ ও দশের উন্নয়ন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার(২৮ মার্চ) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অভিবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (আইওএম) এর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (আইওএম) এর জাতীয় প্রোগ্রাম কর্মকর্তা শাহনাজ ফারজানা, ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার তাহমিনা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মুনির হোসাইন খান, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান প্রমুখ। মেলায় ব্র্যাক অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ ২৫টি স্টল অংশ নেয়। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদেশ ফেরতরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno