আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:০৮

টাঙ্গাইলে আন্তর্জাতিক জনসেবা দিবসে র‌্যালি ও আলোচনা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন সামনে গিয়ে শেষ হয়।
এ বারের প্রতিপাদ্য ‘Transfoming governance to realize the sustainable development foals’ – কে সামনে নিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সৈকত শাহীন, জেলা পরিষদের সচিব মোছা. মোস্তারী কাদেরী। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno