আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ১:৪৬

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আতোয়ার রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেভা হালদার, সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বিউটি, আবুল কালাম মোস্তফা লাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সদস্য সাংবাদিক অরণ্য ইমতিয়াজ, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়কারী শামীম আলম মামুন, কবি শাহ আব্দুর রশিদ, ডিআই সাবেক ফেলো খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
পরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno