আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৯:২৬

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৫০ হাজার ৩৯৩ শিক্ষার্থী

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় চলতি বছর ১২৮টি কেন্দ্রে ৫০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা দিচ্ছেন। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের পরীক্ষা শুরুর পর টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলার ৫০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থীর নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে।


এসময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তার সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno