আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:৩০

টাঙ্গাইলে করোনাক্রান্ত হয়ে এক জনের মৃত্যু ॥ শনাক্তের হার ৩৮ দশমিক ৮৩ শতাংশ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মাহবুবুল আলম (৬৫)। তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার মোশারফ হোসেনের ছেলে। শনিবার(২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় জেলায় মোট ২৬১ জন মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার(২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার(২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ১০৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তের শতকরা হার ৩৮ দশমিক ৮৩ ভাগ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০৩টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১জন, কালিহাতীতে ৬জন, ধনবাড়ীতে পাঁচজন, বাসাইলে চারজন, নাগরপুরে তিন জন ও ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno