আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১০:১২

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৭৭ জন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার(২৪ জুলাই) সকালে শহরের দক্ষিণ থানাপাড়ায় হাসান মাহমুদ(৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনাক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হল। তথ্যটি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়।

এদিকে, জেলার সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান জানান, জেলায় নতুন করে ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫০ জন, কালিহাতীতে ৬ জন, মধুপুরে ৫ জন, গোপালপুর ও ধনবাড়ীতে ৩ জন করে, ভুঞাপুর, ঘাটাইল, বাসাইল ও নাগরপুরে ২ জন করে, দেলদুয়ার ও সখীপুরে একজন করে রয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত এক হাজার ৩৪৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৭৩৮ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫৫৯ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ৩৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno