আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ২:১৫

টাঙ্গাইলে করোনায় নতুন দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৬

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে নতুন করে দুই জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে একজনের বাড়ি দেলদুয়ার এবং অপর জনের বাড়ি কালিহাতী উপজেলায়।

নতুন দুইজন নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে মোট ৮০ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তÍদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, মির্জাপুরে ৩ জন, বাসাইলে এক জন, কালিহাতীতে ৪ জন, গোপালপুরে এক জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ৯৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ১৩৮ জন।

এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বমোট করোনা ভাইরাস নিয়ে ভর্তি হয় ২৮০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ২০০ জন। উন্নত চিকিৎসার জন্য ৫৯ জনকে স্থানান্তর করা হয়।

বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৬ জন ও আইসিইউ ইউনিটে ৬জন নিয়ে মোট ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno