আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:৩০

টাঙ্গাইলে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৬২ শতাংশ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমনের হার দাঁড়িয়েছে ৪৪. দশমিক ৬২ শতাংশ। বুধবার(২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৩০৭টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আত্রান্তের হার শতকরা ৪৪ দশমিক ৬২ ভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯১জন, ঘাটাইলে ১২, কালিহাতীতে ২১, নাগরপুরে ৬, দেলদুয়ারে ৩ জন, বাসাইল, মির্জাপুর, গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় একজন করে রয়েছেন।


তিনি আরও জানান, টাঙ্গাইল জেলায় করেনা সংক্রমণের হার ঊর্ধমুখী। সাধারণ মানুষ জ্বর-ঠান্ডাকে অবহেলা করছে- সঠিকভাবে কোয়ারেণ্টাইন মানছে না। এমনি কি নমুনা পরীক্ষা না করেই জনসম্মুখে ঘুরছে। ফলে সংক্রমণের হার দ্রুত ছড়াচ্ছে।

এছাড়া পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমতাবস্থায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামি কর্মপরিকল্পনা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno