আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:১৩

টাঙ্গাইলে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সহ এক ব্যক্তি আটক

 

‌দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের শাহানশাহ বাজারে মঙ্গলবার(৩১ মে) অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ১৩ বস্তা চাল সহ মো. আব্বাস(৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

তিনি সদর উপজেলার বরুহা গ্রামের মৃত মোসতি মাহমুদের ছেলে। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কট কমান্ডার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সিলিমপুর ইউনিয়ন পরিষদের সামনে মেসার্স রাকিব হোসেন হৃদয় নামক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায়।

অভিযানে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ১৩ বস্তা(৩৯০ কেজি) সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ ও মো. আব্বাসকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ও দুইটি সিমকার্ডও জব্দ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno