আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৪:২৫

টাঙ্গাইলে চারটি অবৈধ ডায়াগনস্টিক সেণ্টার সিলগালা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ডায়াগনস্টিক সেণ্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বাধীর ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালান।


বৈধ কাগজপত্র না থাকায় সিলগালাকৃত চারটি ডায়াগনস্টিক সেণ্টার হচ্ছে- টাঙ্গাইল শহরের আছিয়া ডায়াগনস্টিক সেণ্টার, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেণ্টার, মক্কা মদিনা ডায়াগনস্টিক সেণ্টার ও সাবালিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেণ্টার।


টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, অভিযানে চারটি ডায়াগনস্টিক সেণ্টার সিলগালা করা হয়েছে। জনগনের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno