আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:২৩

টাঙ্গাইলে জাতীয় শিশু দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার(১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন সপ্তাব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।


কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তীর উদ্বোধন, সুবর্ণজয়ন্তী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি শিশু পরিবার, জেলখানা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের কেক টাকা, ৫০টি পতাকাবাহী ১২টি ট্রাকে বীরমুক্তিযোদ্ধাদের র‌্যালি, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি।


টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় শিশু দিবসের আলেঅচনা সভায় প্রধান অতিখি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানের উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।


টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র একএম সিরাজুল হক আলমগীর, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার

আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, সাবেক কমান্ডার মো. জহুরুল হক ডিপটি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবে কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno