আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৪:৫২

টাঙ্গাইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হল। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মোশারফ মিয়া(৩২) এবং ঢাকার আশুলিয়ার মাজেদা বেগম(৪০)। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জনের শরীরে ডেঙ্গুজ্বর শনাক্ত হয়েছে। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর মাজেদা বেগম মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার সকালে মোশারফ মিয়া কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুজ্বর শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৫৪ জনের শরীরে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১৯ জন। এছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আট জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঁচজন, সদর উপজেলায় তিনজন, নাগরপুরে সাতজন, মধুপুরে তিনজন ও ধনবাড়ী উপজেলায় একজন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno