আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৪৫

টাঙ্গাইলে দুই বছর পর বাবার জমি বুঝে পেলেন ছেলে

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার (ময়মনসিংহ রোড) বাসিন্দা মোস্তাক আহমেদ রানা দুই বছর পর তার বাবার জমি আদালতের মাধ্যমে বুঝে পেয়েছেন। সোমবার(২৭ মার্চ) বাটোয়ারা মামলা নিষ্পত্তির পর আদালতের আদেশে সরকারি কর্মকর্তা উপস্থিত থেকে ঢাক-ঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে রানাকে ১১ দশমিক ৩৮ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

এসময় টাঙ্গাইল জজ কোর্টের সিভিল কোর্ট কমিশিনার মো. আব্দুল লতিফ মিঞা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিষয়টি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


মোস্তাক আহমেদ রানা জানান, ২০২১ সালে তিনি টাঙ্গাইল জর্জ কোর্টে বাটোয়ারা মামলা করেন। সিএসআরএস তথ্য মোতাবেক বাটোয়ারা মামলায় নিষ্পত্তির পর আদালতের আদেশে এই জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আক্ষেপ করে জানান, মুসলিমদের সবচেয়ে দুর্ভাগ্য তার ওয়ারিসি সম্পত্তি আদালতের মাধ্যমে প্রমাণ করতে হয়। তাদের জমিটি ১৯৬২ সালে রেকর্ডভুক্ত করা হয়। তার বাবা ১৯৭৩ সালে ইন্তেকাল করেছেন।

তারপর তার সৎ মা জমিটি কৌশলে দখলে নেওয়ার চেষ্টা করেন। আদালতে মামলা করলে বিচারক কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পক্ষে রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno