আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:২৬

টাঙ্গাইলে দুর্গোৎসবে মহিলা ভাইস চেয়ারম্যানের শাড়ি বিতরণ

 

দৃষ্টি নিউজ:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার ১২টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার নিজস্ব অর্থায়নে চার হাজার নারীর মাঝে ওই শাড়ি বিতরণ করেন।


তেজদ্বীপ্ত নারীনেত্রী শামীমা আক্তার বলেন, সবাই যেন সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করতে পারেন সে লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে পূজার উপহার হিসেবে তিনি নিজস্ব অর্থায়নে শাড়ি বিতরণ করেছেন।


শাড়ি বিতরণকালে তিনি আরও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিতে হবে- তাহলেই দেশ উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।


প্রকাশ, দুর্গোৎসবে নতুন উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দে উদ্বেলিত হয়েছেন- তার জন্য মঙ্গল কামনা করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno