আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:৩৬

টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘দুর্নীতি করবনা, মানবনা, সইবনা’ স্লোগানে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় ‘মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশ গ্রহন করে। এতে শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রথম হয় বিপক্ষের বক্তা তুলি আক্তার।

মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য আবুল কালাম মোস্তফার সভাপতিত্বে প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনছুর রহমান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আ. কদ্দুস সরকার। বিচারক মন্ডলী ছিলেন মো. গোলাম নবী, শাহানাজ বেগম ও চিত্রা দাস। সময় নিয়ন্ত্রণ করেন, শিক্ষার্থী বৃষ্টি আক্তার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno