আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১০:৩৬

টাঙ্গাইলে ফাস্টফুডের দোকানে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডের আমেরিকান বার্গার ও ঝাউবন রেস্তোরায় অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ওই অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে শহরের ময়মনসিংহ রোড়স্থ আমেরিকান বার্গারকে ১৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ঝাউবন রেস্তোরাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


টাঙ্গাইলের জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগিতা করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno