আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৫২

টাঙ্গাইলে বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-22
টাঙ্গাইলের রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা স্থানীয় বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার(২৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের পাশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামক স্থানে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক ঘটনাস্থলে পৌঁছলে শিক্ষার্থী-অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ না করে মহাসড়কে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নুর-এ-আলম সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জমির উদ্দিন আমিরী, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক, সহকারী শিক্ষক আব্দুল লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। dristy.tv pi-21
রসুলপুরের পারচর গ্রামের বখাটেরা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জেরিন আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জেরিন আক্তারকে রসুলপুর-পারচর এলাকার হাসমতের ছেলে মহসিন (১৮) লিমন (২২), আলামিন(১৭) গংরা উত্যক্ত করার সময় প্রতিবাদ করায় পৌলী গ্রামের পৌলী গ্রামের জিন্নত আলীর ছেলে মাজেদুর মিয়া (২২), মৃত জহু মিয়ার ছেলে চাঁন মিয়া (২১), দুলাল মিয়ার ছেলে হাবিব (২০) ও মজনু মিয়ার ছেলে সুজনকে(২২) বখাটেরা মারপিট করে। বাধা দিতে গেলে তারা দশম শ্রেণির ছাত্রী জেরিন আক্তারকে পিটিয়ে মারাতœকভাবে আহত করে। পরে রসুলপুর-পারচর এলাকার হাসমতের ছেলে মহসিন (১৮) লিমন (২২), আলামিন(১৭), রুবেল(১৯), জাহিদ(২০), সাইফুল(১৯), সোহাগ(১৭), মিলন(১৮), সোহাগ(১৭), শরীফ (২১), মামুন (২৬), জামাল (৩০), নাসির (১৮), কাদের (১৮), জসিম (১৯), জুয়েল সহ স্থানীয় বখাটেদের অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ এ ঘটনায় মামলা গ্রহন না করে তালবাহানা করায় বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী ও পৌলী এলাকার অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno