আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:১৯

টাঙ্গাইলে বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের দেওলা এলাকার ‘মায়ের আঁচল’ নামক বেকারী কারখানায় অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং লঅইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার(৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, মায়ের আঁচল বেকারীতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া ওই বেকারীর কোন লাইসেন্স নেই। ওই অপরাধে ওই বেকারীকে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানকালে বিএসটিআইয়ের প্রসিকিউশন ফিল্ড অফিসার(সিএম) সিকান্দার মাহমুদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno