আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  ভোর ৫:২৭

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে আগামি ১১ডিসেম্বর থেকে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদেরে নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফর কিবরিয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সুমি সাহা, সুপারিনটেন্ডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়- আগামি ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬-১১ মাস বয়সী ৬৫ হাজার ৩৫০ শিশুকে একটি করে নীল রঙের (এক লাখ আই,ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

১২-৫৯ মাস বয়সী (১-৫বছর) চার লাখ ৭২ হাজার ৯৬০জন শিশুকে একটি করে লাল রঙের (দুই লাখ আই,ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


সভায় চার দিনব্যাপী ওই ক্যাম্পাইন সফল করার লক্ষ্যে সিভিল সার্জন সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno