আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:৫৩

টাঙ্গাইলে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সোমবার(২৫ মে) টাঙ্গাইলের ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও কোথাও স্বল্প পরিসরে মসজিদের পাশে বা মাঠে নামাজ আদায় করা হয়।

সোমবার সকালে জেলা সদর সহ ১২টি উপজেলার বিভিন্ন মসজিদে কয়েক দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়। তবে নামাজ শেষে এবার ঈদে ঐতিহাসিক কোলাকুলি ছিল না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno