আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৮:৩৭

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান, জেলা ইউনিটের যুগ্ম-

আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম, তুহিন সিদ্দিকী, সোহেল সোহরাওয়ার্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াদ সিদ্দিক, জেলা শাখার সদস্য রবিন তালুকদার, পৌর শাখার সদস্য সচিব বিভাষ কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধার সন্তানদের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি(মঙ্গলবার) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জামুকা অনুমোদিত ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ’ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ ওই অবরোধ তুলে দিতে লাঠিচার্জ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno