আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:৩৩

টাঙ্গাইলে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

 

দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করা হয়েছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত ক্ষণ গণনার ঘড়ি শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে সারাদেশে একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠান বিটিভি’র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

446446 Comments in moderation

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের), সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সর্বস্তরের মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণ গণনা উদ্বোধনের পরপরই টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানসহ জেলার সর্বত্র বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর আলোচনা, আতশবাজী, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno