আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:৪২

টাঙ্গাইলে ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

Adalot.টাঙ্গাইলের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(সদর) আমলী আদালতের পেশকার মো. মহিউদ্দিনের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ ওঠেছে।
জানা যায়, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(সদর) আমলী আদালতের সিআর মামলা নং- ৪৪৫/১৪, ৪৪৬/১৪, ৪৪৭/১৪, ৪৪৮/১৪ ও ৪৪৯/১৪ইং এর বিবাদীরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য বাদীপক্ষের খরচে ন্যূনতম দুইটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ হয়। আদেশানুযায়ী ওই পাঁচটি মামলার বাদী পক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসেন মারুফ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রাক্কালে আদালতের পেশকার মো. মহিউদ্দিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার আগ্রহ প্রকাশ ও নগদ ১২ হাজার টাকা গ্রহন করেন। পরে তিনি(পেশকার মো. মহিউদ্দিন) প্রায় অপ্রচলিত ও প্রচার বিহীন দুটি পত্রিকায় ৮ হাজার টাকার বিনিময়ে ‘বিজ্ঞপ্তি’ প্রকাশে প্রয়াস পান এবং বাকি টাকা আত্মসাত করেন। তার বিরুদ্ধে এ ধরণের ছাড়াও মামলার নথি দেখা, নথি ফটোকপি করে দেওয়া, মামলার বাদী ও বিবাদীদের পক্ষে রায় পাইয়ে দেওয়ার শর্তে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আইনজীবী সরোয়ার হোসেন মারুফ জানান, পেশকার মো. মহিউদ্দিন নিজে আগ্রহী হয়ে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পাঁচটি বিজ্ঞপ্তির বিপরীতে ১২ হাজার এবং অন্য দুটি মামলার বিজ্ঞপ্তির জন্য চার হাজার টাকা গ্রহন করেন। কিন্তু ৮ হাজার টাকায় নামকাওয়াস্তে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করেও বাকি টাকা ফেরত দেননি- এটা অনৈতিক।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno