আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সন্ধ্যা ৭:০৩

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু সহ মা আটক

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ এক মাকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস থেকে তাদের আটক করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাসে তিন রোহিঙ্গা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আয়সা নামের এক মহিলাসহ দুই শিশুকে আটক করে। বর্তমানে তারা থানায় অবস্থান করছে। বুধবার(২০ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
তবে আটককৃত রোহিঙ্গা নারী আয়সা জানান, গত তিন মাস আগে মিয়ানমার সেনাবাহিনী তার স্বামীকে গুলি করে হত্যা করে। এ আতঙ্কে তারা মিয়ানমার ত্যাগ করে এ দেশে ঢুকে চট্টগ্রামে অবস্থান করতে থাকেন। গত ১২ সেপ্টেম্বর ভান্ডার শরীফের কতিপয় ব্যক্তির সহযোগিতায় চট্টগ্রাম থেকে ট্রেনযোগে টাঙ্গাইল আসেন তারা। গত সাতদিন যাবৎ তারা রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno