আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৫:০৭

টাঙ্গাইলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার(৫ আগস্ট) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মো. কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।


অপরদিকে, টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।


প্রেসক্লাবের কনভেনশন সেণ্টারে সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় কেক কেটে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়। পরে প্রেসক্লাবের তিনটি মিলনায়তনের সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno